ইতিহাস একটি আয়না, যার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই। ইতিহাস বরাবরই রচনা করে বিজয়ী হাত। পরাজিতরা নিজেদের ইতিহাসকে প্রতিষ্ঠিত করতে পারে না। তারা যখন সেটা পারে, তখন আর পরাজিত থাকে না।
কবি, গবেষক মুসা আল হাফিজ বরাবরই তাদের মুখে ভাষা তুলে দেন, যাদের বিজয়ী হওয়া উচিত, কিন্তু পরাজিত হয়ে আছে। তাদের হারানো সত্যকে আবিষ্কার করে তাদের হাতে তুলে দেন। যেন নিজেদের তারা খুঁজে পায়। এদেশের মুক্তিযুদ্ধে যাদের সাধনা ছিলো, ঘাম ও রক্ত ছিলো, তারাই যখন মুক্তিযুদ্ধবিরোধী বলে চিত্রিত হয়, তখন সঙ্গতকারণে মুসা আল হাফিজের সত্যসন্ধানী মনে ঢেউ তৈরী হয়। এরই ফসল কত সমৃদ্ধ হতে পারে, তার নমুনা মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়।
Reviews
There are no reviews yet.