হামজা ইউসুফ বলেন, ‘কবিদেরও জাকাত আছে। আর তা হলো রাসুলুল্লাহ ﷺ—এর শানে অন্তত শতকরা ২.৫% কবিতা লেখা!’ পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ রাসুলুল্লাহ ﷺ—কে নিয়ে কবিতা লিখেছেন। মুসলিম, অমুসলিম অনেকেই লিখেছেন। অনেক সাহাবি রাসুলুল্লাহ ﷺ—কে নিয়ে কবিতা লিখেছেন, তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। সাহাবিদের এমন ৪৭টি কবিতা স্থান পেয়েছে এই বইতে। প্রতিটি কবিতার সাথে নির্ভরযোগ্য তথ্যসূত্র সংযুক্ত করা হয়েছে।
আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে রাসুলের ﷺ যুগের মানুষজন রাসুল ﷺ—কে নিয়ে কী লিখেছেন জানা যাবে এই বইতে।
Reviews
There are no reviews yet.