ম্যাপ খেয়াল করলে দেখবেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সব অঞ্চলে মুসলিম দেশগুলোর অবস্থান। অথচ আজ আমাদের সম্পদ লুটেপুটে খাচ্ছে অমুসলিমরা। সম্পদের মালিক হয়েও আমরা হয়ে আছি তাদের মুখাপেক্ষী।
এই যে কর্মবিমুখতা এবং বিশেষ করে ব্যবসাবিমুখ হয়ে থাকা—এরই ফলাফল হচ্ছে এই যিল্লতি। এই প্রেক্ষাপটেই শাইখ সালমান আল আওদাহ লিখেছিলেন চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি বই। ওয়াফি পাবলিকেশনের হাত ধরে এই বইটিই এখন “নিজের পায়ে দাঁড়াও”।
কর্মবিমুখতার পাশাপাশি আমাদের মধ্যে আরেকটা মানসিকতার চরম প্রভাব বিদ্যমান। সেটা হলো, ঝুঁকি না নেওয়া। সেজন্য আমরা ব্যবসা করতে চাই না, চাকরি করতে চাই। আমরা চাই মাসে মাসে নিরাপদ ইনকাম। এখন তাতে যতো যিল্লতিই থাকুক না কেন, সব মঞ্জুর। অথচ এভাবে জীবনযাপন আমাদের জীবনীশক্তিকে নিঃশেষ করে দেয়। যুহদ, ব্যবসা আর সবার জন্য প্রযোজ্য খুব জরুরি কিছু নির্দেশনা এই বইটিকে ভিন্ন এক মাত্রা এনে দিয়েছে।
ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে গা ঝাড়া দিয়ে ওঠার মতো নির্দেশনাতে সমৃদ্ধ এই বই।
Reviews
There are no reviews yet.