ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদমসন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। যে শিক্ষা মানুষকে আত্মপরিচয় এনে দেয়, সৎ ও সুনাগরিক তৈরি করে, যে শিক্ষা মানুষকে ভ্রাতৃত্ব, কল্যাণ, ত্যাগী ও বিনয়ী হতে শেখায়; আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, মূলত সেটাই প্রকৃত শিক্ষা। আর যে শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করে না; বরং হিংসা-বিদ্বেষ, ঘৃণা ও অহংকার জন্মায়, সেটা প্রকৃত শিক্ষা নয়। কেননা, সব শিক্ষাই বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয়। মোটকথা, আদর্শ গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করাই ইসলামি শিক্ষার উদ্দেশ্য। দুঃখজনক হলেও সত্য, বাংলা ভাষায় গল্প-উপন্যাস, ইতিহাস-রাজনীতি নিয়ে প্রচুর বইপত্র থাকলেও ইসলামি শিক্ষা নিয়ে তেমনটা নেই।
কালান্তর ম্যাগাজিনের এটি চতুর্থ সংখ্যা। এর আগে আমরা ‘সিরাতুন নবি সা.’, ‘ইসলামের ইতিহাস’ ও ‘ইসলামি রাজনীতি’ নামে তিনটি সংখ্যা প্রকাশ করেছি। তিনটি সংখ্যাই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আমাদের আশা, চলতি সংখ্যাও পাঠকরা গ্রহণ করবেন।
Reviews
There are no reviews yet.