আনসারদের শক্তিশালী তৎপরতা আর উদাত্ত অবদানে মদিনা হয়ে ওঠে ইসলামের প্রথম ও প্রধান রাজধানী। মদিনার মাটি ও মানুষকে আঁকড়ে ধরে বিস্তারিত হতে থাকে ইসলাম; প্রমত্ত শক্তিতে ধাবিত হতে থাকে সীমান্ত থেকে সীমান্তে। ইসলামের জন্য আনসাররা খুলে দেন মদিনার সকল কপাট। তাই তো নবীজি আনসারদের বিশেষ মর্যাদা দিতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বললেন, ‘যদি মানুষ এক পথে আর আনসাররা তিন্ন পথে চলে, তাহলে আমি আনসারদের পথেই চলব।’
Reviews
There are no reviews yet.